বোলপুর-শ্রীনিকেতন: তাতারপুর কলোনীতে পচা গবাদিপশুর মৃতদেহে অসহনীয় দুর্গন্ধ,পঞ্চায়েতের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর
তাতারপুর কলোনি থেকে বোলপুর মহকুমা হাসপাতালের দিকে যাওয়ার প্রধান রাস্তায় কয়েকদিন ধরে একটি গবাদিপশুর বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ সেই মৃতদেহ অপসারণ না হওয়ায় ইতিমধ্যেই তীব্র পচনধরা মৃতদেহ থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে অসহনীয় দুর্গন্ধ।আজ ২২ শে অক্টোবর আনুমানিক সকাল ৯ টা নাগাদ স্থানীয় বাসিন্দা সুবোধ মৌলিক অভিযোগ করেছেন, সিয়ান মুলক পঞ্চায়েতের সদস্যা সুমিতা রায় সরেনের স্বামীকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।