রাজগঞ্জ: খুনিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি ফৌজির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল চালক ও খালাসি
খুনিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের রোড সাইনেজের খুটিতে ধাক্কা মারল একটি ফৌজির গাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পেল সেই গাড়ির চালক ও খালসি। জানা গিয়েছে গাড়িটি চালসা থেকে বিন্নাগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। গাড়িটি খুনিয়া মোড়ে এলেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের রোড সাইনেজের খুটিতে ধাক্কা মেরে দেয়। যদিও চালক ও খালাসির তেমন কিছুই হয়নি।পরে তারা একটি জেসিবি দিয়ে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।