হরিশ্চন্দ্রপুর ২: কাশিমনগরে রয়্যাল চিলড্রেন অ্যাকাডেমির উদ্যোগে তাবলিগী জালসা
আজ রাত আটটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সুতি থানার কাশিমনগর (ফুটানি মোড়) এলাকায় রয়্যাল চিলড্রেন অ্যাকাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহতী তাবলিগী জালসা। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম-ও-উলামারা।