কুমারগ্রাম: গছিমারি দুর্গাপুজো কমিটির ৩য় বর্ষ পুজোর উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক
রবিবার রাতে চেংমারি গ্রাম পঞ্চায়েতের গছিমারি দুর্গাপুজো কমিটির তৃতীয় বর্ষ পুজোর উদ্বোধন হল। রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক ওই পুজোর উদ্বোধন করেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ জয়ন্তকুমার কার্জি, চেংমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক রায় সহ অন্যরা। জানা গিয়েছে, গছিমারি দুর্গাপুজো কমিটি এবছর প্রথমবার রাজ্য সরকারের অনুদান পেল। এতে স্বাভাবিকভাবেই খুশি পুজো কমিটির সদস্যরা।