নবদ্বীপ: শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির সহ শহরের একাধিক মঠ ও মন্দিরে মহা সমারোহে পালিত হল অন্নকুট উৎসব
Nabadwip, Nadia | Oct 22, 2025 বুধবার নদিয়ার নবদ্বীপের অন্যতম শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির সহ একাধিক মঠ ও মন্দিরে মহা সমারোহে পালিত হল গিরি গোবর্ধন পুজো উপলক্ষ্যে অন্নকূট উৎসব,মূলত এই উৎসবে বৃন্দাবনের গিরি গোবর্ধন পাহাড়কে স্মরণ করা হয়,সে কারণেই অন্ন আর বিভিন্ন পদের ভাজা এবং নানাবিধ ব্যঞ্জন ও সুখাদ্য দিয়ে তৈরি করা হয় গিরি গোবর্ধন পাহাড়,বলদেব জিউ মন্দিরের সেবায়েত কিশোর কৃষ্ণ গোস্বামী বলেন,বৃন্দাবনের অনুকরণে এই উৎসব নবদ্বীপেও পালন করা হয়।