মাদারিহাট: বীরপাড়া দুর্গাবাড়িতে শনিবার সব সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরা হল
বিবিধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যই ভারতবর্ষের ঐক্য। খাদ্য ভাষা সংস্কৃতি সবেতেই বৈচিত্র্য। আবার বৈচিত্র্যের মাঝেই সবাই এক সুতোয় বাধাঁ। শনিবার সন্ধ্যায় বীরপাড়ার দুর্গাবাড়ির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা আবার প্রমাণিত হল। প্রতিবছরই পুজোর পর সাংস্কৃতিক অনুষ্ঠান করে বীরপাড়া দুর্গাবাড়ি কমিটি। শনিবারও দুর্গাবাড়ির মঞ্চে তুলে ধরা হল বাঙালি, বিহারি, মাড়োয়ারি, রাজবংশী, রাভা, মেচ সংস্কৃতি। একে একে বৈচিত্র্যময় পরিবেশন করছিলেন কুশীলবরা। আসনে বসে তখন মন্