কালচিনি: কালচিনি বাসরা ছট ঘাট পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা
কালচিনি বাসরা ছট ঘাট পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা। বুধবার দুপুর তিনটা নাগাদ কালচিনি থানার ওসি অমিত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘাট পরিদর্শন করেন। উল্লেখ্য ডুয়ার্সের মধ্য অন্যতম বৃহৎ ছট ঘাট কালচিনির বাসরা ছট ঘাট । প্রতিবছর ছট পুজোর সময় বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয় বাসরা ছট ঘাটে। প্রতি বছরের মতো এ বছরও বাসরা ঘাটে ছট পূজার প্রস্তুতি শুরু হয়েছে। আনুমানিক দেড় থেকে দুই কিলোমিটার লম্বা ছট ঘাট নির্মাণ করা হচ্ছে।