বরজোড়া: মহাষষ্ঠী তে কমপক্ষে চারশো জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন Riverside welfare society
আজ মহা ষষ্ঠী সেই উপলক্ষে বড়জোড়া ব্লকের অন্তর্গত Riverside Welfare Society উদ্যোগে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকার কমপক্ষে ৪০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ অর্চিতা বিদ। পুজোর আগেই নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি হয়েছেন ওই দুঃস্থ মানুষেররা।