মুর্শিদাবাদের ভরতপুর থানার সন্দিপুর এলাকায় স্ত্রীর সঙ্গে অবৈধ ভাবে সম্পর্ক লিপ্ত থাকার সন্দেহে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন। আর এই খুনের ঘটনায় একজনকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গিয়েছে, ৮ অক্টোবর ২০২২ সালে সকালে ভরতপুরের বাসিন্দা কাজল দত্ত প্রাতঃ ভ্রমণে বেড়িয়ে খুন হয়েছিলেন। এই ঘটনায় ভরতপুর থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী।