ধর্মনগর: কাঞ্চনপুর দশমণি পাড়া এবং ভান্ডারীমা এলাকার আইপিএফটি দলের যোগদান সভা অনুষ্ঠিত হয়
কাঞ্চনপুর মহকুমা অন্তর্গত দশমণি পাড়া এবং ভান্ডারীমা এলাকার দুইটি জায়গায় যোগদান সভার আয়োজন করা হল উক্ত যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ২৮ পরিবারের ৭৭ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। উপস্থিত ছিলেন দশদা আর ডি ব্লকের বিএসসি চেয়ারম্যান উদার রাম রিয়াং সহ অন্যান্যরা।