খোয়াই: চাম্পাহাওর এলাকা থেকে মহিলা থানার পুলিশ চুরাই কাঠ উদ্ধার করে পুলিশ মহিলা থানায় নিয়ে আসে
Khowai, Khowai | Sep 15, 2025 চাম্পাহাওর এলাকায় চোরাই কাঠ পাচারকারীরা কাঠ পাচার করছি। সেই সময় পুলিশ দেখতে পেয়ে কাঠ পাচারকারীকে ধাওয়া করতে কাঠ ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত কাঠ গুলি হয় মহিলা থানায় নিয়ে আসে পুলিশ।