কাটোয়া ১: সবুজে ভরে উঠল কলসাগ্ৰাম, প্রয়াত অন্নপূর্ণা সাঁতরার স্মরণে বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান অভিযান
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ ব্লকের গীধগ্রাম অঞ্চলের কলসাগ্ৰামে আজ সোমবার এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল গ্রামবাসী। প্রয়াত অন্নপূর্ণা সাঁতরা (৮০)-র প্রয়াণ দিবসকে সামনে রেখে তাঁর স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো গাছের চারা প্রদান কর্মসূচি। ‘গাছ গ্রুপ’-এর সহযোগিতায় প্রায় কয়েক শতাধিক চারা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছ মাষ্টার অরূপ চৌধুরী, চন্দ্রপুর কলেজের অধ্যাপিকা তন্দ্রা পাল, সমাজসেবী বিকাশ চৌধুরী, বৃক্ষবন্ধু কালি দাস মল্লিকসহ বিশিষ্টরা