কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত শ্যামপুর এলাকায় নবমীর রাতে পূজা মন্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল
রাজ্যের পাশাপাশি সারা দেশ জুড়ে দুর্গোৎসবে মেতে উঠেছে বাঙালিরা। কৃষ্ণনগর শহরের প্রাসাবাসী গ্রামেও দুর্গা পুজোয় মেতে উঠেছে ক্লাব বারোয়ারি সদস্যরা। নবমীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত শ্যামপুর এলাকায় পূজো মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো।