কুলতলি: কুলতলির পর আবার বাঘের আতঙ্ক পাথরপ্রতিমা কে প্লট অচিন্ত্য নগর সংলগ্ন ঠাকুরান নদীর বাঁধ বরাবর জঙ্গলে
চার দিন আগে কুলতলী এলাকায় বাঘের আতঙ্ক কাটার পর, এবার মৈপিঠ সংলগ্ন অর্থাৎ নদীর অপর প্রান্তে ঠাকুরান নদীর বাঁধ বরাবর কে প্লট অচিন্ত্য নগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে স্থানীয়রা । তাতেই আতঙ্কিত হয়ে পড়েন। সাথে সাথে খবর দেয়া হয় স্থানীয় নলগোড়া বিট ও রায়দিঘি রেঞ্জ কে। তড়িঘরি বন কর্মী ও কুইক রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে আসে ।