খড়গপুর ১: খড়গপুরবাসীর সুস্থতা কামনা করে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানালেন প্রাক্তন বিধায়ক
খড়গপুরবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার। আজ রবিবার রাত্রি প্রায় দশটা নাগাদ এক ভিডিও বার তার মাধ্যমে খড়গপুরবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান তিনি। সেই সাথে মা যেন সকল খড়গপুরবাসীকে ভালো রাখেন তার জন্য সকলের সুস্থতা কামনা করলেন তিনি। শুনুন শুভেচ্ছা বার্তায় কি জানিয়েছেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা এমকেডিএ ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার।