সিঙ্গুর: তৃণমূল কংগ্রেসের দুজন দলীয় কর্মী মানকুন্ডু মেন্টাল হসপিটালে ভর্তি, তাদের সাথে দেখা করলেন বিধায়ক, শহর তৃণমূলের সভাপতি
Singur, Hooghly | Oct 13, 2025 তৃণমূল কংগ্রেসের দুজন দলীয় কর্মী সিদ্ধান্ত দে ও বিশ্বনাথ ঝা হুগলির মানকুন্ডুতে মেন্টাল হসপিটালে ভর্তি রয়েছেন। সোমবারতাদের খোঁজ খবর নিলেন শ্রীরামপুর হুগলি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সিআইসি মেম্বার সন্তোষ কুমার সিং। বিধায়ক বলেন শুধু আমাদের দলীয় দুজন কর্মীর নয় হাসপাতালে ভর্তি থাকা সকলে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক ঈশ্বরের কাছে এই কামনা করি।