মেখলিগঞ্জ: অজানা জন্তরের পায়ের ছাপ ও গর্জনে বাঘের আতঙ্ক ছড়িয়েছে দ্বারিকামারিতে
বাঘের আতঙ্ক ছড়িয়েছে গ্রামে! মঙ্গলবার বিকেলে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারিতে। স্থানীয় একটি চা-বাগানের জঙ্গলে বাঘ দেখতে পেয়েছেন বলে স্থানীয়দের দাবি। পাশাপাশি এলাকায় অজানা জন্তরের পায়ের ছাপও দেখা দিয়েছে। যা নিয়ে রীতিমতো এলাকার মানুষ ভয়ভীতি। বাঘের সন্ধানে লাঠিসোঁটা নিয়ে এদিন ইতিমধ্যেই জঙ্গলে বাঘের সন্ধান করছে বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে বনদপ্তর ও পুলিশে।