রানিগঞ্জ: জামুরিয়া রানীগঞ্জ শারদোৎসবের দিন গুলি মোটামুটি নির্বিঘ্নে কাটলেও একাদশীর দূর্যোগের ঘনঘটা রানীগঞ্জে
জামুরিয়া রানীগঞ্জ শারদোৎসবের দিন গুলি মোটামুটি নির্বিঘ্নে কাটলেও একাদশীর সকাল আটটা থেকে দূর্যোগের ঘনঘটা রানীগঞ্জে। শুক্রবার সকাল থেকে নিম্নচাপ জনিত বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ইতিমধ্যে ওড়িশার গোপালপুরে প্রবেশ করেছে, তবে আশার কথা শুক্রবার বিকেলের পর থেকে শক্তিক্ষয় হতে থাকবে ওই নিম্নচাপের। প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবন