বাঘমুণ্ডী: তৃণমূলের নবনির্বাচিত বাগমুন্ডি ব্লক নেতৃত্বদের বাগমুন্ডি অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন
তৃণমূলের নবনির্বাচিত বাগমুন্ডি ব্লক নেতৃত্বদের বাগমুন্ডি অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন । সম্প্রতি বিভিন্ন জায়গার পাশাপাশি বাগমুন্ডি ব্লক তৃণমূল নেতৃত্বদের দায়িত্ব ঘোষণা হয়েছে। ব্লক সভাপতি মানস মেহতা, সহ-সভাপতি ললিত কুমার মাহাতো ও কাঞ্চন কুমার , শ্রমিক সংগঠনের সভাপতি জয়ন্ত মাহাতো, যুব সভাপতি মুন্না কুমার, মহিলা ব্লক সহ-সভানেত্রী পারসি কুমার ও জেলার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন নিকুঞ্জ মাঝি ও কাশীনাথ মাঝি। তাই শনিবার দুপুর ১২ টা ন