চন্দ্রকোনা ২: TMC প্রার্থীর নামের পাশে অশ্লীল কটুক্তি কর ভাষা লেখা, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে হতে পারে বলে ভগবন্তপুরে দাবি BJP- র
আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে ভগবন্তপুর দু'নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভগবন্তপুর মার্কেট কমপ্লেক্স এলাকায় দেওয়াল লিখন করা হয়েছিল, সেই দেওয়ালে প্রার্থীর নামের পাশে অশ্লীল কটুক্তিকর ভাষা লেখার অভিযোগ তুলেছিল তৃণমূল বিজেপির দিকে, আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ভগবন্তপুরে দাঁড়িয়ে বিজেপি সভাপতি সুকান্ত দলুই বলেন ওই এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে সেই কোন্দলেরি ফল হতে পারে