রাজনগর: প্রবল ঝড়ে ধসে পড়ল চন্দ্রপুরের দুর্গাপুজোর গেট, অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল এলাকা
রাজনগরের চন্দ্রপুরে প্রবল ঝড়ে ভেঙ্গে পড়লো পুজোর গেট। বৃহস্পতিবার হঠাৎই প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। রাজনগরের চন্দ্রপুর সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে চন্দ্রপুর বাস স্টপ সংলগ্ন রাজনগর সিউড়ি রাস্তার ওপর একটি গেট তৈরি করা হয়েছিল। প্রচন্ড ঝড় বৃষ্টির জেরে এই গেটটি হঠাতি সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। অবশ্য স্থানীয়দের এবং প্রশাসনিক তৎপরতায় ভেঙে পড়া গেটটি তড়িঘড়ি সেখান থেকে সরানো হয়।