তেলিয়ামুড়া: কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অমর কলোনী এলাকার বাসিন্দা অসীম ভট্টাচার্যকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে MLA
শনিবার দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ বিধায়ক পিনাকি দাস চৌধুরী কল্যাণপুর-প্রমোধনগর বিধানসভা কেন্দ্রের অমর কলোনী এলাকার বাসিন্দা অসীম ভট্টাচার্য্যকে কিডনি স্টোনের অপারেশনের জন্য আর্থিক সাহায্য করে। বিধায়কের সাহায্য পেয়ে খুশি অসীম ভট্টাচার্য্য। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিজেপি মন্ডল সভাপতি নিতাই বলসহ অন্যান্যরা।