সাব্রুম: গতকালকের রাতের মুশলধারে বৃষ্টিতে ব্যপক ক্ষতি কৃষকের,কৃষকের ফসলী জমি জলের তলায়,মাথায় হাত কৃষকদের
গতকালকের রাতের মুশলধারে বৃষ্টিতে ব্যপক ক্ষতি কৃষকের,কৃষকের ফসলী জমি জলের তলায়,মাথায় হাত কৃষকদের।২০ শে সেপ্টেম্বর সকাল ৭ ঘটিকায় সাব্রুম মহকুমার জলেফা বিস্তীর্ন জমি জলের তলায় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পরে।জানা যায় গতকাল রাত ১১ ঘটিকা থেকে সাব্রুম মহকুমা জুড়ে বজ্রসহ বৃষ্টি হয়।গোটা রাতই চলে এই বৃষ্টি।মুশলধার এই বৃষ্টিতে সাব্রুম মহকুমার নিন্মাঞ্চল প্লাবিত।সঠিক জল নিস্কাশনের ড্রেন না থাকার ফলে কৃষকের ধানী জমি জলের তলায় চলে যায়।জমিতে ধানগুলি পেকে আসছে।