আলিপুরদুয়ার ২: আলিপুরদুয়ার জংশন এলাকার টোটো চালককে গ্রেফতার করলো পুলিশ যৌন হেনস্তার অভিযোগে
যৌন হেনস্তার অভিযোগে টোটো চালককে গ্রেপ্তার করলো শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। এমনটাই জানা গেছে রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক এর কাছ থেকে। জানা গেছে পনেরো বছরের নাবালিকা আলিপুরদুয়ার জংশন থেকে মাঝেরডাবড়ী তার দাদার সঙ্গে দেখা করতে আসার সময় টোটো চালক তাকে জোর করে যৌন হেনস্থা করে। জোরপূর্বক টোটো চালকের কোলে বসানোর চেষ্টা করে ওই নাবালিকাকে। মেয়েটি কোনোভাবে তার কাছ থেকে পালিয়ে ১০০ নম্বরে ফোন করে বিস্তারিত জানায়