আলিপুরদুয়ার ১: জঙ্গল সাফারি খুলতেই কেক কেটে, লাড্ডু খাইয়ে চিলাপাতায় পর্যটকদের স্বাগত জানানো হলো
মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জঙ্গল খুলে গিয়েছে।জঙ্গল খুলতেই পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে।মঙ্গলবার আলিপুরদুয়ার -1 ব্লকের চিলাপাতা রেঞ্জ থেকে জিপসি সাফারি শুরুর আগে দুপুর সাড়ে তিনটা নাগাদ কেক কাটা হয়।এছাড়াও লাড্ডু খাওয়ানো হয় পর্যটকদের। এদিন বিকেলে সাফারিতে চারটি গাড়ি ছিল।