কীর্ণাহারে এক যুবক বর্ধমানের বিশেষ কাজের উদ্দেশ্যে যাওয়ার পথেই আজ অর্থাৎ সোমবার দুপুরে বর্ধমান সংলগ্ন নর্জার মোড়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।উল্লেখ্য, এদিন ওই যুবক মোটরবাইক নিয়ে বর্ধমানের দিকে যাওয়ার সময় নর্জার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। আর তাতেই গুরুতর ভাবে আহত হয়েছে ওই যুবক। পরে স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বর্ধমানের একটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।