ঝাড়গ্রাম: ৬৯ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আর্টিস্টিক যোগাসনে দ্বিতীয় স্থান অর্জন করল ঝাড়গ্রামের কন্যা আয়ুশি সুঁই
৬৯ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আর্টিস্টিক যোগাসনে দ্বিতীয় স্থান অর্জন করল ঝাড়গ্রামের কন্যা আয়ুশি সুঁই। ঝাড়গ্রাম শহরের রানী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে। বাড়ি শহরের ঘোড়াধরা এলাকায়। বাবা অমলেশ সুঁই পেশায় পুলিশ কর্মী। মা শম্পা সুঁই গৃহবধূ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এণ্ড স্পোর্টস দপ্তরের উদ্যোগে ৬৯ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।