হরিহরপাড়া: দূর্গা পুজোয় রক্তসংকট মেটাতে হরিহরপাড়ায় মেগা রক্তদান শিবির
দূর্গা পুজোয় রক্তসংকট মেটাতে হরিহরপাড়ায় মেগা রক্তদান শিবির দূর্গা পুজোর প্রাক্কালে রক্তের সংকট মেটাতে হরিহরপাড়ায় অনুষ্ঠিত হলো মেগা রক্তদান শিবির। মঙ্গলবার হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হরিহরপাড়া বিধায়ক নিয়ামত সেখের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে ভিড় জমায় বহু মানুষ। পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান উৎসাহে রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিবিরে ৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য থাকলেও তা ছাড়িয়ে প্রায়