নবদ্বীপ: চর=মাজদিয়া রথতলার একটি বাড়ি থেকে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে আতঙ্কমুক্ত করল সর্প প্রেমী বিশ্বজিৎ দাস
শনিবার নবদ্বীপ ব্লকের CMCB পঞ্চায়েতের রথতলা এলাকার বাসিন্দা দিলীপ দাসের বাড়িতে ঢুকে পড়ে অত্যন্ত এক বিষাক্ত চন্দ্রবোড়া সাপ,সাপটিকে দেখতে পেয়ে পরিবারের লোকেরা খবর পাঠান সর্পপ্রেমী বিশ্বজিৎ দাস কে,ঘটনাস্থলে এসে তৎপরতার সহিত বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে বোতল বন্দি করে দিলীপ দাসের পরিবার ও এলাকাবাসীকে স্বস্তি দেন সর্পপ্রেমী বিশ্বজিৎ দাস,উল্লেখ থাকে যে সম্প্রতি নবদ্বীপ শহর ও গ্রামীণ এলাকায় ক্রমশ বেড়ে চলেছে চন্দ্রবোড়া সাপের আনাগোনা।