সুতাহাটা: সুতাহাটার চৈতন্যপুর নিউষ্টার ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধনে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসন
সুতাহাটার চৈতন্যপুর নিউষ্টার ক্লাবের ১৪ তম বর্ষের পুজো মণ্ডপ উদ্বোধন হল শুক্রবার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগ উদ্বোধন হয়। জেলাশাসক পুর্ণেন্দু মাজী ঢাক বাজিয়ে ফেতা কেটে উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অভিষেক দাস,মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, বিবেক মহারাজ, মিলন মন্ডল, সুজিত ভৌমিক সহ অন্যান্য।