বালি-জগাছা: উত্তর হাওড়া ৬ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আয়োজন
হাওড়া পুরসভার অন্তর্গত উত্তর হাওড়া 6 নম্বর ওয়ার্ডের এদিন সকাল আনুমানিক 11 টা নাগাদ আমাদের পাড়া আমাদের সমাধান এক ক্যাম্পের আয়োজন করা হয়। বুথ নম্বর 69,70,এবং 71 নম্বর বুথ। রাজগড়িয়া স্কুলে। উপস্থিত ছিলেন এলাকাবাসী তাদের এলাকার সমস্যা কথা তুলে ধরেন এই ক্যাম্পে।