কেতুগ্রাম ১: কেতুগ্রাম-১ ব্লকের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মোবাইল কেনার জন্য শংসাপত্র প্রদান করলেন বিধায়ক শেখ শাহনওয়াজ
অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মোবাইল কেনার জন্য সরকার ১০ হাজার টাকা করে দিচ্ছে। কেতুগ্ৰাম-১ ব্লকের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের হাতে তার শংসাপত্র তুলে দিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। সঙ্গে ছিলেন কেতুগ্ৰাম-১ ব্লকের বিডিও অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় সহ অনান্যরা। জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের এখন বিভিন্ন কাজকর্মের তথ্য অনলাইনে পাঠাতে হয়। আর সেইসব কথা চিন্তা করেই এমন ভাবনা সরকারের। তবে মোবাইল কেনার টাকা পেয়ে যথেষ্টই খুশি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা।