ইন্দপুর: ছ’বছর পর অলৌকিক প্রত্যাবর্তন, ঘরে ফিরলেন হিরাশোল গ্রামের বধূ শিবানী
Indpur, Bankura | Sep 16, 2025 ছ’বছর আগে নিখোঁজ হয়েছিলেন বাঁকুড়ার হিরাশোল গ্রামের শিবানী বাউরি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও মেলেনি হদিস। পরিবার ভেবেছিল আর ফেরত আসবেন না তিনি। কিন্তু ভাগ্যের খেলায় শিবানীকে পাওয়া যায় ওড়িশার রাস্তায় মানসিক ভারসাম্যহীন অবস্থায়। সেখানের স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চিকিৎসার পর ফিরে পান স্মৃতি ও পরিচয়। পুলিশের সহায়তায় সোমবার ঘরে ফেরেন তিনি। ছ’বছরের অপেক্ষার পর মা, সন্তান ও বাবা-মায়ের কোলে ফিরল শিবানীপরিবারের জন্যই এ যেন দুর্গোৎসবের সবচেয়ে বড় আনন্দ