নানুর: কীর্ণাহার ইয়ুথ ক্লাবের লক্ষ্মী প্রতিমা বিসর্জন ঘিরে বিশেষ শোভাযাত্রার আয়োজন
আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় কীর্ণাহার পূর্ব পট্টির ইয়ুথ ক্লাবের লক্ষ্মী প্রতিমা বিসর্জন ঘিরে আয়োজিত হলো বিশেষ শোভাযাত্রার। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই শোভাযাত্রা কে ঘিরে ছিলো পুলিশের কড়া নিরাপত্তা। এদিন ওই শোভাযাত্রা টি সংশ্লিষ্ট ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে বাজার এলাকা পরিক্রমা করার পর ফের সংশ্লিষ্ট ক্লাব প্রাঙ্গণে গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ গান বাজনা চলার পর ওই এলাকার একটি পুকুরে নিয়ে গিয়ে প্রতিমা টি বিসর্জন করা হয়। বিসর্জন ঘিরে ছিলো মহিলা দের সমাগম।