রায়গঞ্জ: খলসীতে নিজের বাড়ির গোডাউন থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার,দেহ ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে ঘটনার তদন্তে পুলিশ
রায়গঞ্জ থানার অন্তর্গত খোলশি এলাকায় নিজের বাড়ির গোডাউন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ব্যবসায়ী নিরঞ্জন কুমার রায় (৫১)-এর দেহ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরিবারের সূত্রে জানা গেছে, সকালে দারোয়ানকে বাজারে পাঠিয়ে তিনি গোডাউনে যান। কিছুক্ষণ পর গাড়ির চালক চাবি নিতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।