বর্ধমান ১: মেমারি থানার করন্দা গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়
মৃতের নাম বিনোদ কোঁড়া(৫৫)। সোমবার দুপুরে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বড়শুল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভির্ত করা হয়। রাতেই তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।