ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে সগড়ভাঙ্গা ক্লাব বৈশাখীর শ্যামা পুজো এ বছরে ৩১ বছরে পদার্পণ করলো ,এবছরের ক্লাব বৈশাখী পুজোর থিম দশমহাবিদ্যা
দুর্গাপুরের সগড়ভাঙ্গায় ক্লাব বৈশাখীর শ্যামা পুজো এ বছরে ৩১ বছরে পদার্পণ করলো । এবছরের ক্লাব বৈশাখী পুজোর থিম দশমহাবিদ্যা মন্ডপের মধ্যেই দেখা মিলছে মায়ের দশটি রূপ জীবন্ত । দশমহাবিদ্যা দশটি জীবন্ত রূপ দেখতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় দর্শনার্থীদের ভিড় উপচে পরলো প্যান্ডেলে।