ইংরেজবাজার: ফার্ম ময়দানে কালীপুজোর রাত্রে বাজি বাজারে ব্যাপক ভিড়
কালি পূজোর রাতে ব্যাপক ভিড় জমলো মালদা বাজি বাজারে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহযোগিতায় ইংরেজবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফার্ম ময়দানে বসে অস্থায়ী বাজি বাজার। নিরাপত্তার কারণে ফাঁকা এলাকায় বসানো হয় বাজি বাজার। এবছর ৫১ জন ব্যবসায়ী স্টল নেন। এর মধ্যে তিনজন মহিলা ব্যবসায়ী বাজিবাজারে স্টল নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজি বাজারে গ্রীন ক্রেকার্স বাজি বিক্রির নির্দেশ দেওয়া হয়।