রাইপুর: ফুলবেড়িয়া গ্রামে রক্তদান শিবিরে উচ্ছ্বাস, রক্ত দিলেন ৩৭ জন
Raipur, Bankura | Sep 15, 2025 রাইপুরের ফুলবেড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। সোমবার রানিবাঁধের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্থানীয় মানুষের সাড়া মেলে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৩৭ জন রক্তদান করেছেন, তাঁদের মধ্যে ৭ জন মহিলা। রক্ত সংগ্রহের কাজটি সম্পন্ন করেন খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা। আয়োজকদের মতে, গ্রামীণ এলাকায় রক্তের প্রয়োজনে এ ধরনের শিবির ভরসা জোগাচ্ছে বহু মানুষকে।