খানাকুল ১: সোদপুরে চারচাকা গাড়ির ধাক্কা মৃত্যু হল বাইক চালকের,আহত আরও এক
চারচাকা গাড়ির ধাক্কা মৃত্যু হল বাইক চালকের আহত আরও এক।দুর্ঘটনাটি ঘটে শুক্রবার পুরশুড়ার সোদপুরে।মৃতর নাম আশুতোষ বেড়া(45)বাড়ি হুমাচকে।জানা যায়,শুক্রবার কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন আশুতোষ ও তার এক সহকর্মী।রাজনৈতিক সভা চলার কারণে ওয়ানওয়ে রাস্তা চালু ছিলো।সেখান দিয়ে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে।ঘটনায় আহত হলে তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যালে নিয়ে গেলে আশুতোষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।আহতকে কলকাতা স্থানান্তরিত করা হয়।