গাজোল: কদুবাড়ী মোড় ফিড প্ল্যান্ট এমপ্লয়িজ দপ্তরের উদ্যোগে প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে গেল
Gazole, Maldah | Sep 17, 2025 গাজোল কদুবাড়ী মোড় ফিড প্ল্যান্ট এমপ্লয়িজ দপ্তরের উদ্যোগে এ বছরও প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হলো। বুধবার দুপুর ১টায় পূজা আনুষ্ঠান শুরু হয়। উল্লেখ্য যোগ্য ভাবে , এটি ছিল দপ্তরের কর্মচারীদের উদ্যোগে আয়োজিত টানা ৩০ তম পূজা।পূজার দিন সকাল থেকেই দপ্তর চত্বরে জমে ওঠে উৎসবের আবহ। কর্মচারীরা মিলিত ভাবে পূজার আয়োজন করেন এবং তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন। পূজা চলাকালীন নানা আচার-অনুষ্ঠান যথা ভাবে পালিত হয