দিনহাটা ২: দিনহাটার BJP নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ কে BJP-র আবর্জনা বলে কটাক্ষ অভিষেক ব্যানার্জির
দিনহাটার BJP নেতা নিশীথ কে BJP-র আবর্জনা বলে কটাক্ষ অভিষেক এর। মঙ্গলবার দুপুর ১:৩০ মিনিট নাগাদ কোচবিহার কদমতলায় তৃণমূলের রণ সংকল্প যাত্রার সভা মঞ্চ থেকে এমনই ভাষায় কটাক্ষ করেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।