মেদিনীপুর: এনসিআরবি-র প্রকাশিত তালিকায় কলকাতা নিরাপদতম শহর, বিজেপিকে কটাক্ষ মেদিনীপুরে সুজয় হাজরার
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এনসিআরবির একটি বিশেষ তালিকা প্রকাশিত করা হয়েছে। যেখানে ক্রাইম এর বিচারে কলকাতাকে নিরাপদ তম শহর বলে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের দেওয়া সেই তালিকা কে উল্লেখ করে রবিবার দুপুরে মেদিনীপুরে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা তথা মেদিনীপুরের বিধায়ক।