বোলপুর-শ্রীনিকেতন: লায়েকবাজারে চলন্ত পাথর বোঝাই ডাম্পারে আগুন, এলাকায় চাঞ্চল্য
আজ ১০ই অক্টোবর আনুমানিক দুপুর ১ টা নাগাদ চলন্ত পাথর বোঝাই ডাম্পারে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশবাহিনী, পাথর বোঝাই লরিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য বীরভূমের বোলপুরের লায়েকবাজারে। যান চলাচল বন্ধ। বীরভূমের বোলপুর পালিতপুর যাওয়ার লায়েকবাজার বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটির সাথে বীরভূম বর্ধমান ও মুর্শিদাবাদ ৩ জেলার যোগাযোগ পথ। এদিন হঠাৎ করেই বোলপুরের লায়েকবাজার বাইপাসে পাথর বোঝায় লরিতে টায়ার ব্লাস্ট করে আগুন ধ