রাজনগর: চন্দ্রপুর থানার তৎপরতায় বেঙ্গালুরু থেকে নাবালিকা উদ্ধার
চন্দ্রপুর থানার উদ্যোগে এক নাবালিকাকে উদ্ধার করা হলো বেঙ্গালুরু থেকে। গত ১লা সেপ্টেম্বর ওই নাবালিকা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে দীর্ঘ সময় কোনও খোঁজ না মেলায় চন্দ্রপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পরবর্তীতে বীরভূম জেলা পুলিশের সক্রিয় সহযোগিতায় চন্দ্রপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে বেঙ্গালুরুতে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে। রবিবার বিকাল পাঁচটা নাগাদ পুলিশ সূত্রে জানা গেছে।