বুধবার ওন্দা বিধানসভার ওন্দা ২ নং মন্ডলে অনুষ্ঠিত হল একটি বিশেষ সাংগঠনিক বৈঠক। পূর্ণাঙ্গ মন্ডল কমিটির সদস্যরা, শক্তি প্রমুখ, বুথ সভাপতি ও BLA-2 কর্মীরা বৈঠকে যোগ দেন। সাম্প্রতিক সংগঠনগত দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।