ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর MAMC যুবভারতী সংঘ ব্রতি হয়েছে শক্তির আরাধনায়। আর শক্তির আরাধনায় রোড আর্ট কম্পিটিশন
রাত পেরোলেই কালীপুজো। আর সেই কালীপুজোকে এক সুন্দর রূপ দিতে দুর্গাপুর এম এএমসি যুবভারতী সংঘ ব্রতি হয়েছে শক্তির আরাধনায়। যুবভারতী সংঘের কালী পুজো এই বছর ১৬ বছরে পদার্পণ করলো। তাদের এইবারের পুজোর থিম ভুতুড়ে রাজবাড়ি (জীবন্ত অসরীরী বুড়িমা)। শিল্পী দেবদাস নন্দীর ভাবনার পারিস্ফুটন ঘটেছে এই মন্ডপ শয্যায়। দেবী শক্তির আরাধনার পূর্ব মুহূর্তে যুবভারতীর সংঘের উদ্যোগে ও ব্যবস্থাপনায় রবিবার বিকেল পাঁচটায় এক রোড আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়।