কেশপুর: কেশপুরে সাত সকালে ভেঙে পড়ল মাটির কাঁচা বাড়ি
সাত সকালে ভাঙে পড়লো মাটির কাঁচা বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এর জামিরা গ্রামে আজ বেলা সাতটা নাগাদ চিত্র ধরা পড়ল পাবলিক নিউজ এর ক্যামেরায়। জামিরা গ্রামের বাসিন্দা সেখ কিয়ামউদ্দিন এর ছোট্ট কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ায় হতাশ বাড়ি মালিক। বাড়ি মালিক শেখ কিয়ামউদ্দিন বলেন সরকারি বাড়ির লিস্টে আমার নাম আছে। তাড়াতাড়ি যদি বাড়ির টাকাটা পাওয়া যায় ঘরটাকে মেরামত করে পুনর্বাসন করতে পারব