রানিগঞ্জ: রানীগঞ্জে গির্জা পাড়ায় তেল মিলে দামি কোম্পানি তেলের টিনে লোকাল তেল কে ভরে ফরচুন কোম্পানি তেল বলে চালানোর অভিযোগ
নামি কোম্পানির সরষের তেল কিনে খাওয়ার আগে একটু হয়ে যান সাবধান। আপনি দেখে নিন আপনার অজান্তে আপনি কোনো ভেজাল তেল খেয়ে ফেলছেন না তো ? শনিবার সন্ধ্যা সাত টায় রানীগঞ্জের গির্জা পাড়ায় অবস্থিত এক তেল মিলে দামি কোম্পানির তেলের টিনে স্থানীয় এলাকার লোকাল তেল কে ভোরে সেই তেলকে ফরচুন কোম্পানির তেল বলে চালানোর অভিযোগ আসায় এবার এমনই প্রশ্ন উঠছে সাধারণের মনে। জানা গেছে শুক্রবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ আদানি উইমার গ্রুপের লিগ