ভাতার গার্লস হাই স্কুলে প্রথম অনুষ্ঠিত হলো ফুড ফেস্টিভ্যাল, ছাত্রীদের উৎসাহ বাড়াতে এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষিকা। এই অনুষ্ঠান চলল শুক্রবার তিনটে ত্রিশ মিনিট পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলার ভাতার গার্লস হাই স্কুলে এই প্রথম খাদ্য উৎসব অনুষ্ঠিত হলো। প্রায় 17 টি স্টল হয়েছিল এই উৎসবে। বিভিন্ন ধরনের খাবার ছিল প্রতিটি স্টলে। মূলত ঘুগনি, চাউমিন, পকোড়া, চপ, চা আলুর দম, এগ রোল, পিয়াজি এই সমস্ত খাবারের আয়োজন করে ছাত্রীরা।